ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বোনের বিয়ের ফুল কিনতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ৩০ আগস্ট ২০২১ | আপডেট: ২০:৫০, ৩০ আগস্ট ২০২১

নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বোনের জন্য ফুল ও বিয়ের জিনিসপত্র আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায়  নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহাগ (২২)। সোহাগ উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ড নবগ্রাম নিবাসী ফখরুল ইসলামের বড় ছেলে। 

সোমবার (৩০ আগষ্ট) সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জহিরুল ইসলাম সোহাগের মৃত্যু হয়। 

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি