ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ৪৬ সে.মি উপরে

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৬, ৩০ আগস্ট ২০২১

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ১৫ দিনেরও বেশি সময় ধরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ২ সেন্টিমিটার। ফলে সোমবার বিকাল পর্যন্ত তা জেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের বাইরে থাকা নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ওই সব এলাকার হাজারো জনবসতি, নানা ধরনের ফসল, রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির কারণে বন্যা দুর্গতদের দিন কাটছে চরম দুর্ভোগে। 

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলার সাড়ে ৭ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। পানিবন্দিদের তালিকা অনুযায়ী স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শহিদ নুর আকবর জানিয়েছেন, ফসলি জমির মধ্যে গোয়ালন্দে সোমবার পর্যন্ত ৬১ হেক্টর জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। সদর, পাংশা ও কালুখালী উপজেলার তথ্য পেতে আরও কয়েকদিন লাগবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি