টাঙ্গাইলে বন্যার পানির চাপে রাস্তা ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত : ১০:৩০, ৩১ আগস্ট ২০২১
টাঙ্গাইলের প্রধান প্রধান নদীগুলোর পানি বেড়েছে। এর ফলে জেলার নিন্মাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আন্দিরাপাড়ায় বন্যার পানির চাপে রাস্তা ভেঙ্গে গেছে, ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) যমুনার পানি বিপদসীমার ৩৪, ধলেশ্বরী ৪৫ এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইল সদর, বাসাইল, ভূঞাপুর, নাগরপুরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে বন্যার্তদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আজ সকালে বাসাইল-নাটিয়াপাড়া ইউনিয়ন সড়কের আন্দিরাপাড়া স্থানে বন্যার পানির চাপে রাস্তা ভেঙ্গে গেছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এএইচ/
আরও পড়ুন