ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৯৯৯-এ ফোন করে ধর্ষককে ধরিয়ে দিলেন গৃহবধূ

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩০, ৩১ আগস্ট ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার এক গৃহবধূ ৯৯৯-এ ফোন করে নিজের ধর্ষককে ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম (২৫) নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানান নবাবগঞ্জ থানার এএসআই সোরহাব হোসেন।

গ্রেফতার হওয়া শেখ সোহেল রানা (৩৮) ভুক্তভোগী ওই নারীর নিকট আত্মীয়। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি গ্রামের শেখ আজর আলীর ছেলে।

এএসআই সোহরাব জানান, রোববার রাত ১টার দিকে ওই গৃহবধূ নিজেই ৯৯৯-এ ফোন করে অভিযোগ করে বলেন তার নিকট আত্মীয় সোহেল তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই গ্রামে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে। 

পরে সোমবার (৩০ আগস্ট) মামলার পর সোহেলকে গ্রেফতার দেখিয়ে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এছাড়াও ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই সোহরাব।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি