ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এবার ডেঙ্গু সচেতনতায় শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ৩১ আগস্ট ২০২১

সম্প্রতি সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ায় সচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে যশোরের শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক। ডেঙ্গুর হাত থেকে যশোরের অসহায় মানুষকে রক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে যশোর রেল রোডে নিজস্ব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্য সচিব ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু মশারী তুলে দেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নিয়াজ মাহমুদ শাহিন, তৌফিকুল ইসলাম তিব্বত, সুমন পাটোয়ারী, রাজা সরকার, কৌশিক সেন, সঞ্জয় অধিকারী ও নয়ন অধিকারী। যশোরে করোনা সংক্রমণের শুরু থেকেই অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে শেখ ফজলুল হক মণি-আারজু মণি ব্যাংক। এছাড়া করোনাকালে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করে আসছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি