ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্য হাতিকে হত্যার পর মাটিতে পুতে ফেলার চেষ্টা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৫, ৩১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক শট সার্কিটে একটি বন্য হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুতে ফেলার চেষ্টার অভিযোগে নজির আহমদ (৬০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গাইনপাড়া এলাকায় এঘটনা ঘটে।

বিষয়রি নিশ্চিত করে কক্সবাজার বন বিভাগের দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সোমবার ভোররাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের বনাঞ্চলের পাশে ধানক্ষেতে চলে আসে একটি মা বন্যহাতি। সেখানে স্থানীয় অধিবাসী নজির আহমদ ও তার ছেলেসহ ১০/১২ জন ব্যাক্তি আগে থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফাঁদে বসিয়ে রাখে। রাতে ওই ফাঁদে পড়ে বন্য মা হাতিটির মৃত্যু হয়। এরপর হাতিটি মাটিতে পুতে ফেলার জন্য শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে বনবিভাগে সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত নজির আহমদকে গ্রেপ্তার করে।

হুমায়ুন কবির আরও জানান, হাতি হত্যা ঘটনায় ময়নাতদন্তের জন্য দুইজন ভেটেনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে হাতিটি মাটি চাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত নজির আহমদ ও ছেলেসহ ১২ জনকে আসামি করে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি