ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ১ সেপ্টেম্বর ২০২১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে প্রতীকী অনশন শুরু করে।

এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।   

শিক্ষার্থী তামিম সিরাজী বলেন, আমরা শান্তভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সাথে সাথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কারা এ হামলা চালিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি