ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়ায় পদ্মার পানি ৬১ সে.মি উপর দিয়ে প্রবাহিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:৩৯, ২ সেপ্টেম্বর ২০২১

পদ্মায় পানি বৃদ্ধিতে নতুন নতুন এলাকা প্লাবিত ।

পদ্মায় পানি বৃদ্ধিতে নতুন নতুন এলাকা প্লাবিত ।

প্রতিদিনই পদ্মায় বাড়ছে পানি, সেই সাথে বাড়ছে নিম্নাঞ্চলে পানিবন্দি মানুষের দুর্ভোগ। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ৯ সেন্টিমিটার। এতে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৬১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

রাজবাড়ীর ৪টি পয়েন্টের মধ্যে ৩টি পয়েন্টেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় স্লুইজ গেট দিয়ে বাঁধের ভেতরের অংশ প্লাবিত হতে শুরু করেছে। এসব স্থানে ফসলী মাঠগুলোতে এখন বানের পানি প্রবেশ করে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এলাকার জনপদ, জনবসতি, মাছের ঘের, ফসলী ক্ষেত বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। বাদামসহ সবজি ক্ষেতগুলো আগেই নষ্ট হয়েছে। বর্তমানে পানি আরও বাড়তে থাকায় রোপা আমনের ক্ষেতগুলোর নষ্ট হচ্ছে। অনেক স্থানে পানিতে তলিয়ে গেছে মাছের ঘের।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, আগামী আরও দু’দিন পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে নিম্নাঞ্চল আরও প্লাবিত হবে। জেলার ৪টি পয়েন্টের বর্তমানে ৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব স্থানের জনসাধারণকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষায় তারা সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি