ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ২ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ফলে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ, অম্বিকাপুর ইউনিয়নে নতুন নতুন গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ধান-পাটসহ ফসলী জমি।

ফরিদপুর সদর উপজেলার চারটি ইউনিয়ন এবং সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০ হাজারের অধিক মানুষ এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। পানিবন্দি এসব মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গো খাদ্যের তীব্র সংকট। 

পদ্মায় পানি বৃদ্ধিতে ঝুঁকির মধ্যে রয়েছে ফরিদপুর শহররক্ষা বাঁধ। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি