ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২১

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে আলেক হোসেন (৫০) নামের এক ডিস লাইন মিস্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কচুইখালি জুগিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আলেক হোসেন কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত ভোলা শেখের ছেলে। 

বাড়াদি বাজারের তুহিন ডিসক্যাবল লাইনের মালিক তুহিন জানান, আলেক হোসেন বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘ ১২ বছর যাবৎ আলেক হোসেন তার কাছে থেকে ডিস লাইন মেরামতের কাজ করতো। অসাবধানতা বসত এ ঘটনা ঘটেছে। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।  

মেহেরপুর সদর থানার বাড়াদি পুলিশ ক্যাম্পের এএসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি