ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২১

জয়পুরহাটে ইয়াবা ও হেরোইনসহ আফসানা মিমি (২৬) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।

তিনি জানান, আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দিপুর এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা, ৫ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আফসানা মিমি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

ওসি আরও জানান, আটককৃত আফসানা মিমি সীমান্ত এলাকা থেকে ইয়াবা, হেরোইন পাচার করে জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে সরবরাহ করতো।

আটক আফসানা মিমি নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের মিঠু হোসেনের স্ত্রী।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি