ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মামুনুল হককে নেয়া হলো খুলনা কারাগারে

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৯:২২, ৪ সেপ্টেম্বর ২০২১

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে খুলনা কারাগারে আনা হয়েছে। পুলিশি হেফাজতে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার বিকেল তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ৫ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে গাজীপুর থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।

এর আগে গত ১১ মে রাতে মামুনুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তার বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধাদান, ভাংচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি