ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

পদ্মায় পানি বৃদ্ধি, ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ৪ সেপ্টেম্বর ২০২১

টানা এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুরে বন্যা পনিস্থিতি ক্রমেই অবনতি হয়ে চলেছে। প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। ফসলি জমি ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ, অম্বিকাপুর, চরমাধবদিয়া, নর্থ চ্যানেল ও ডিক্রিরচর এই ৫টি ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। 

এছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নদীর তীরবর্তি নতুন নতুন গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এসব এলাকায় ধান, পাট, কলাসহ বিভিন্ন ফসলী জমি ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, পানির ভেতর আমাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে। এছাড়া খাবার-দাবারে ও রান্নাবান্নায় কষ্ট
বেড়েছে।

এক গৃহিণী জানান, বাড়িঘরে পানি উঠে গেছে। আমরা রান্নাবান্না করতে পারছি না, খাবার-দাবারে অনেক কষ্ট। এছাড়া গরু-ছাগল নিয়ে আমরা খুব বিপদে আছি। এ পর্যন্ত কোন সাহায্য-সহযোগিতা পাইনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি