ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রামুতে হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামুতে বনবিভাগের জমির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। জমি উদ্ধার করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ‍্যে কক্সবাজার উত্তর বনবিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালি অসিত পাল রয়েছেন। গুরুতর আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে একদল ভূমিদস‍্যুরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। এই ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি