ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই 

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০০:১০, ৫ সেপ্টেম্বর ২০২১

যশোরের শার্শায় জিয়ারুল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টায় শার্শার গাজীর কায়বা গ্রামে এই ঘটনা ঘটে। এই খবর শুনে স্বজনেরা ব্যবসায়ী জিয়ারুলকে রাতে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

জিয়ারুল শার্শা উপজেলার গাজীর কায়বা গ্রামের শাহাদৎ সরদারের ছেলে। তিনি বাদামতলা বাজারে সার, কীটনাশক, ধান, পাট, আলু, পিয়াঁজ ও রসুনের ব্যবসা করেন।

আহত জিয়ারুল জানান, শুক্রবার রাতে রবিউল ইসলাম ও তার ছেলে বাহারুল শুক্রবার রাতে তার বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রী ও বৃদ্ধ মাকেও মারপিট করে।

তিনি আরও জানান, রবিউল ও বাহারুল ভারতের বোম্বে থাকে। মাঝে মধ্যে বাড়িতে এসে সন্ত্রাসী কর্মকান্ড করে। হাসপাতাল থেকে বাড়ি গেলে রবিউল ও বাহারুল তাকে খুন করবে বলে হুমকি দিচ্ছে। বিষয়টি শার্শা থানাকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, থানায় অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি