ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরকীয়া: স্ত্রী ও ছোট ভাইয়ের হাতে যুবক খুন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে হত্যা করেছেন তারই স্ত্রী ও ভাই। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল পৌঁনে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।

নিহত রফিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের ছোট ভাই জাকিরের সঙ্গে তার স্ত্রী পাপিয়ার অবৈধ সম্পর্ক চলে আসছিল। এই ঘটনার জের ধরে শনিবার বিকেলের দিকে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ওইসময় ছোট ভাই জাকির ও তার স্ত্রী মিলে রফিকুলকে মারপিট করে। এক পর্যায়ে তিনি মারা যান।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি