ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেশার টাকার জন্য পিতাকে হত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১১, ৫ সেপ্টেম্বর ২০২১

মাদকাসক্ত মমিনুল ইসলাম পিয়াস

মাদকাসক্ত মমিনুল ইসলাম পিয়াস

Ekushey Television Ltd.

রাজশাহী নগরীতে নেশা টাকা না পেয়ে পিতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। পরে মাদকাসক্ত ছেলে মমিনুল ইসলাম পিয়াস (১৭)কে স্থানীয় লোকজন বাড়িতে আটকে রেখে পুলিশে ধরিয়ে দিয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। 

নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, টাকার জন্য বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে, এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি