উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৭:০৪, ৬ সেপ্টেম্বর ২০২১
কুড়িগ্রামের উলিপুর ও সদরের পৌর এলাকার পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। তাদের এক শিশু জিহাদ হাসান (৫) ও অপর শিশু মিষ্টি আক্তার (৬)। জিহাদ হাসান উলিপুর উপজেলার নন্দনেপরা তেলিপাড়া গ্রামের লুৎফর রহমানের শিশুপুত্র এবং অপর শিশু মিষ্টি আক্তার সদর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
স্থানীয়রা জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ওই গ্রামের লুৎফর রহমানের পুত্র জিহাদ হাসান তাদের বাড়ির পেয়ারা গাছে চড়ে।পরে তার স্বজনরা তাকে খুঁজে পাচ্ছিলেন না।
এরপর পেয়ারা গাছের নিচে শিশুটির পায়ের জুতা দেখতে পেয়ে গাছের নিচে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অন্যদিকে, কুড়িগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গোলাম মোস্তফার মেয়ে মিষ্টি আক্তার প্রতিদিনের মত গতকাল বিকেলে বাড়ির পাশে ওয়াপদা বাঁধের একটি বড় ডোবায় খেলতে যায়।
এসময় তার বাবা ও মা বাঁধের রাস্তা থেকে পাশেই বাড়ীতে অল্প সময়ের জন্য যান। ফিরে এসে তাকে দেখতে না পেয়ে খুজতে থাকেন। পরে অনেক খোঁজাখুজি করে সন্ধ্যার আগে শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই//
আরও পড়ুন