ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিস্তার ভাঙন রোধ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধে ও নদী সংস্কারে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

সোমবার দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের চর খিতাঁব খা গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর পাড়ে তারা এ মানববন্ধন করেন। 

এসময় বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, অপর নেতা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ঘড়িয়াল ডাঙা ইউপি সদস্য শহিদুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী ওয়াজেদ আলী প্রমূখ। 

বক্তারা অভিযোগ করে বলেন, তিস্তা নদীর অব্যাহত ভাঙনে অনেক বাড়িঘর, স্কুল, মসজিদ, রাস্তা ও আবাদী জমি নদীগর্ভে বিলিন হয়ে নিঃশেষ হয়েছেন কয়েক শত পরিবার। এছাড়াও হুমকিতে রয়েছে চর গতিয়াশ্যাম, সরিষা বাড়ি, বুড়িরহাট, চর খিতাঁব খা, কালীর মেলা, গাবুর হেলানসহ আরও কয়েকটি এলাকা।তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি