ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ১০৩টি কেন্দ্রে চলছে গণটিকার ২য় ডোজ কার্যক্রম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সারাদেশের ন্যায় নোয়াখালীতেও চালু হয়েছে গণটিকার কার্যক্রম। জেলা সদর ও চৌমুহনী পৌরসভার ১৮টি কেন্দ্রসহ জেলার ১০৩টি কেন্দ্রে চলছে টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া গণটিকার এ কার্যক্রম বিকালে ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেছে। যারা টিকা নিতে এসেছেন দ্রুত সময়ের মধ্যে টিকা দিতে পেরে খুশি তারা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, আজ সকাল থেকে নোয়াখালী সদর ও চৌমুহনী পৌরসভার ১৮টি কেন্দ্রে এবং ৮৫টি ইউনিয়নের ৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। ইউনিয়ন পর্যায়ে প্রতিটি টিকা কেন্দ্রে ৩টি করে বুথ রয়েছে। কার্ড ও মেসেজের ভিত্তিতে কেন্দ্রগুলোতে চলছে টিকার দ্বিতীয় ডোজ প্রদান। 

জেলার ৯১টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে নিয়মিত টিকার কার্যক্রম থাকায় আজ ওই ইউনিয়নগুলোতে করোনার গণটিকা দেওয়া হচ্ছে না। আগামীকাল বুধবার সকাল থেকে বাকি ৬টি ইউনিয়নে গণটিকা প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি