ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ৭ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে আমিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূ। আজ মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনা খাতুন ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর ফকিরটারী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই সন্তানের জননী আমিনা খাতুনের স্বামী শফিকুল কুমিল্লায় কাজ করেন। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে মুঠোফোনে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিমানে আজ মঙ্গলবার সকালে সে বিষপান করে। এতে অসুস্থ হয়ে পড়লে শফিকুলের ভগ্নিপতি সাইদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি