ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ৮ সেপ্টেম্বর ২০২১

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস ধর্মঘটকে কেন্দ্র করে জরুরি সভা। ছবি: একুশে টেলিভিশন

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস ধর্মঘটকে কেন্দ্র করে জরুরি সভা। ছবি: একুশে টেলিভিশন

চুয়াডাঙ্গায় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিতিতে প্রশাসন ও ঐক্য পরিষদের মধ্যে বৈঠক শেষে রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সড়কপথে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গত সোমবার সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জেলার আঞ্চলিক পাঁচটি সড়ক ও খুলনার মহাসড়কে ৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বেলা ১১টায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়।

এমন অবস্থায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা বাস ধর্মঘটকে কেন্দ্র করেই জরুরি এই সভা আহ্বান করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।

এছাড়া উপ-সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম সভায় অংশ নেন।

সভায় পরিবহন নেতারা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। একপর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জেলার মেহেরপুর-ঝিনাইদহ ভায়া চুয়াডাঙ্গা মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের ঘোষণা দেন। কর্মকর্তারা বলেন, পরীক্ষামূলকভাবে সফল হলে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। 

সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার এই প্রস্তাবকে সমর্থন করে প্রশাসনকে ১৫ দিন পরীক্ষামূলক সময়ে বেঁধে দেন। বিষয়টি ঐক্য পরিষদের নেতারা মেনে নেন এবং বাস ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ঐক্য পরিষদের পক্ষে রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এবং শহরের মাইকিং করে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি