ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবাসীর স্ত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে জেসমিন ওরফে আয়না বেগম (৩৮) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর শয়ন কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জেসমিন কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে সদর থানার সরোজগঞ্জ ফাঁড়ির পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত জেসমিন এক ছেলে ও এক মেয়ের জননী।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র অধিকারী জানান, রাত তিনটার দিকে স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে গৃহবধূর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। গৃহবধূর হাতসহ শরীরে আঘাতের চিহ্ন থাকলেও তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি