ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই প্রতারক আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪২, ৮ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চাঁদাবাজির অপরাধে মো. ফজলুল হক (৬০) ও মোঃ বরাদুল ইসলাম (৪৫) নামের দুই প্রতারককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে এই দুইজনকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। এর আগে সকালে সাপ্তাহিক অপরাধচিত্রের সম্পাদক ও হিসেবে পত্রিকার ফটো সাংবাদিক পরিচয়ে মুক্ষাইট এলাকার বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা আটক করে ফজলুল হক ও বারাদুলকে। পরবর্তী ৯৯৯ এ ফোন দিয়ে প্রতারকদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

আটক মো. ফজলুল হক খুলনা জেলার লবনচোরা থানার কৃষ্ণনগর এলাকার সামালি গাজীর ছেলে ও মো. বরাদুল ইসলাম কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের দাড়া খানের ছেলে। মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক এবং মোঃ বরাদুল ইসলাম একই পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমরা দুইজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি