ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় মাদকসহ গ্রেপ্তার ৩ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ৮ সেপ্টেম্বর ২০২১

নওগাঁয় ইয়াবা, ট্যাপন্টাডল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো পোরশা উপজেলার পাহিড়াপুকুর গ্রামের তমিজউদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪৮), একই উপজেলার চকনামাজু গ্রামের তৈইবরের ছেলে মোহাব্বত আলী (২৭) ও ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জামিরুল ওরফে জামিল (৪২)। বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পোরশা উপজেলার ঘাটনগর মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ৬০ পিচ ট্যাপেন্টাডলসহ রেজাউল ও মোহাব্বত আলীকে আটক করে পুলিশ।

এদিকে একই দিন রাতে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর বাজার এলাকার যমুনা ব্রীজের নিকট থেকে পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ মো. জামিরুল ওরফে জামিল (৪২) কে আটক করে। 

পোরশা ও ধামইরহাট থানা পুলিশ জানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনের মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি