ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিন্টুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শাখার সভাপতি হিমেল মল্লিক।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ইসলামপাড়ার বিট পুলিশের অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত মিন্টু উক্ত এলাকার শেরেগুলের ছেলে।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, সিরাজুল ইসলাম মিন্টুর শরীরের বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ইসলামপাড়ায় বিট পুলিশের অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি