ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ৯ সেপ্টেম্বর ২০২১

মিরসরাইয়ে ৯ রোহিঙ্গাকে আটক করে মিরসরাই থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে আসছিল। এ নিয়ে গত তিন মাসে দালাল চক্রের মাধ্যমেৎ ৭১ রোহিঙ্গা সাগরপথে মিরসরাইয়ে পালিয়ে আসে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাহেরখালী খেয়ারঘাট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলো- মো. নয়ন (২২), মো. আনীস (১৪), ফাতেমা (৬০), হুমাইরা (৩০), রজিনা আক্তার (১৯), একরাম (৬), জিহাদুল ইসলাম (৩), ইয়াসিন (১), আজিজা বিবি (১৮)।
 
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গারা সাগর পথে ট্রলারে করে ভাসানচর থেকে মিরসরাই সমুদ্র উপকূলীয় এলাকায় আসে। পরবর্তীতে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। 

গত ৩০ মে থেকে আজ ৯ সেপ্টেম্বর পর্যন্ত দালাল চক্রের মাধ্যমে ভাচানচর থেকে ৭১ জন রোহিঙ্গা সাগরপথে মিরসরাইয়ে পালিয়ে আসে। তাদের সবাইকে আটক করে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি