ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পদ্মায় পানি কমলেও দুর্ভোগ কমছে না বন্যাকবলিত মানুষের

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ৯ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ী জেলার বন্যা প্লাবিত এলাকা। ছবি: একুশে টেলিভিশন

রাজবাড়ী জেলার বন্যা প্লাবিত এলাকা। ছবি: একুশে টেলিভিশন

গত চার দিন ধরে পদ্মার পানি কমছে। তবে প্লাবিত এলাকার মানুষদের দুর্ভোগ কমছে না কিছুতেই। বাড়িঘর এখনও পানিতে ডুবে আছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পদ্মায় আরও ১৬ সেন্টিমিটার পানি কমেছে। এ নিয়ে গত চারদিনে পদ্মায় পানি কমলো ৫১ সেন্টিমিটার। তবে পদ্মার ৩টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে আছে ফসলী জমিগুলো। ফসলগুলো পচে-গলে নষ্ট হয়ে গেছে। ফলে খাদ্য সংকটে পড়েছে প্লাবিত এলাকার মানুষেরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি