ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রাসনা শারমিন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৪:৪২, ৯ সেপ্টেম্বর ২০২১

যশোর জেলা প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২১ পেলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি। তিনি ছাড়া পুরস্কার পেয়েছেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান ও জেলা প্রশাসকের কার্যালয়ের ড্রাফটসম্যান শেখ আব্দুর রশিদ।

বুধবার (৮ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসন কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শার্শার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথির হাতে সন্মাননা সনদটি তুলে দেন যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। 

করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার মুর্হূতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত আট হাজার যাত্রীকে গ্রহণ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা, ডিজিটাল তথ্য বিন্যাস, ছাড়পত্র প্রস্তুত ও আন্ত:সমন্বয়ের কাজে বিশেষ দায়িত্ব পালনের জন্যে রাসনা শারমিনকে মনোনিত করা হয়েছে।

অক্লান্ত পরিশ্রমী, সেবামূলক মানসিকতা এবং জাতীয় ইস্যু কোভিড-১৯ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কারটি পেলেন।

রাসনা শারমিন মিথি অফিসিয়াল ফেসবুক আইডিতে তাকে প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় যশোর জেলা প্রশাসক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাথে সাথে এই সন্মাননা পুরস্কারটি তার কর্মস্থল শার্শা উপজেলা বেনাপোলবাসীর জন্য উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেছেন, ‘এ সন্মান শার্শা ভূমি অফিসে কর্মরত প্রতিটি সদস্যের, যাদের কারণে উপজেলা ভূমি অফিস শার্শাকে বাংলাদেশের মধ্যে মডেল হিসেবে তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, শার্শা-বেনাপোলবাসীর সহযোগীতামূলক মনোভাবই আমাদের আগামী দিনের পথচলায় সহায়ক হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি