ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২১

জেলার রাণীশংকৈলে উপজেলার মীরডাঙ্গী বাজার সংলগ্ন পাকা সড়কে বৃহস্পতিবার  দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সায়েদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার  প্রাণ গেল।
 
জানা যায়, দুপরের দিকে ওই বৃদ্ধা নিজ বাড়ি থেকে ময়লা ফেলার জন্য বাড়ির সামনে পাকা সড়ক অতিক্রম করছিল। এসময় রাণীশংকৈল থেকে নেকমরদগামী দ্রুতগতির একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ওই বৃদ্ধা গুরুতর ভাবে আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং সেখানে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি