ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ 

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাটের চিতলমারীতে ২০২৫ পিস ইয়াবাসহ মো. মহসিন আলী (৪৯) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামের দাড়িয়াবাড়ি এলাকার লিটন দাড়িয়ার ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. মহসিন আলী যশোর জেলার কোতয়ালী উপজেলার তেতুলীয়া গ্রামের আতর আলী ছেলে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মো. বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি