ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফকিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫২, ১০ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ছালাম শেখ (৫৫)। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে রফিক মেম্বারের বাড়ীর পাশে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন এই কৃষক। নিহত ছালাম শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের মৃত সামছু শেখের ছেলে।

ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু বলেন, ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে সালাম শেখ মারা যায়। এঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ সাতশৈয়া গ্রামে নিয়ে যায়। পারিবারিক কবরস্থানে তার দাফনের কাজ চলছে।
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি