ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ট্রাকচাপায় ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশার চালক মো. ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজারের জুড়ী থানার ভুয়াই গ্রামের মো. আবদুস সালামের ছেলে মো. আবদুল আহাদ (২২) ও একই থানার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন সাগর দু’জন যাত্রী নিয়ে সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন। রিকশাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের কাছে আসার পর পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশার চালকসহ ৩ জন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং থানার এসআই মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি