পিকআপে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত : ১৪:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২১
ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে শাহজালাল নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে৷ পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে বালু নামাচ্ছিল এসময় দ্রুতগামী মোটরসাইকেলটি পিছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনাটি ঘটে৷
পুলিশ ও স্থানিয়রা জানায়, বালু বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে বালু নামাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহজালালের মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে৷
নিহত মোটরসাইকেল চালক শহজালাল শহরের আবুবক্কর সড়কের হাজী দিন মোহাম্মদের ছেলে৷ পুলিশ পিকআপ ভ্যানটিকে জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি৷
এএইচ/
আরও পড়ুন