ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২১

'রাজনীতি যার যার, শ্রমিক সার্থে এক কাতার' এই শ্লোগানে বরিশালে বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা টিইউসির সভাপতি এ্যাভোকেট এ.কে আজাদের সভাপতিত্বে জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর শ্রমিকদলের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি আবুল হাসেম মাষ্টার অন্যরা। শ্রমিক-কর্মচারীদের নিয়োগ পত্র প্রদান, সার্ভিস বুক চালু, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক-কর্মচারীদের আজীবন আয়ের সমান ক্ষতিপুরনের জোর দাবি জানান।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি