ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আশুগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ১১ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেন্সিডিলসহ ১ মাদক কারবারী আটক। শনিবার সকালে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্ত্বরে যাত্রী ছাউনীর সামনে র‌্যাবের অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন হবিগঞ্জের চুনারুঘাটের আকছির মিয়ার ছেলে বেলাল মিয়া। শনিবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি