ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রকাশিত : ০৯:০৬, ১২ সেপ্টেম্বর ২০২১
কৃষক রেজাউল ইসলামের মরদেহ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইঁদুরের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দুপুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত কৃষক রেজাউল ইসলাম উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্রামের হাজী মোজাম্মেল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, মৃত রেজাউলের ধান ক্ষেতের ঠিক পাশের ক্ষেতটি একই গ্রামের শফিউল্লাহর। কদিন আগে ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে শফিউল্লাহ তার ক্ষেতের চারপাশে জিআই তারে বিদ্যুৎ-এর সংযোগ দিয়ে রাখে। বিষয়টি এলাকার কেউ জানতেন না। যে কারণে রেজাউল তার নিজ ক্ষেতে কাজ শেষে ফেরার সময় শফিউল্লার পাতা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসবি/এনএস//
আরও পড়ুন