ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নেত্রকোনার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ১২ সেপ্টেম্বর ২০২১

নেত্রকোনায় খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিধি মেনে নেওয়া হচ্ছে ক্লাস। করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা। এতে নেত্রকোনার শিক্ষা প্রতিষ্ঠানেগুলোতে বইছে উৎসবের আমেজ।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান পৌর শহরের সাতপাই মডেল প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়, আদর্শ শিশু বিদ্যালয়, নেত্রকোনা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আবু হাসান মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যরা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি