ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার মধ্য রাতে তার বুকে ব্যথা উঠে, পরে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা উঠে। পরে সে রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কয়েদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

তিনি আরও বলেন, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। সে জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। আনার পর ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি