ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মাদক মামলার আসামীর ব্যতিক্রমী সাজা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২১

যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে আলমগীর মাদক মামলায় এক বছর সাজা খাটবেন বাড়িতে থেকে। সাজা হিসেবে তাকে প্রতিমাসে কমপক্ষে পাঁচজন হতদরিদ্রকে দুপুরে খাওয়াতে হবে। একইসঙ্গে ওই আসামিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দেখতে হবে। 

রোববার (১২ সেপ্টেম্বর) এ ধরনের ব্যতিক্রমী রায় দিয়েছেন যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস। সাতটি শর্ত মেনে এক বছর প্রবেশনে মুক্তি দিয়ে আলমগীরকে নিজ বাড়িতে থাকার আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, আসামিকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থাকতে হবে। কোনো প্রকার অপরাধের সাথে জড়িত হতে পারবে না। শান্তি বজায় রেখে সকলের সাথে সদাচারণ করতে হবে। আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে যে কোনো সময় তলব করলে শাস্তি ভোগের জন্যে প্রস্তুত হয়ে নির্ধারিত স্থানে হাজির হতে হবে। 

এছাড়া কোনো প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সাথে মেলামেশা করতে পারবেন না। একইসাথে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থেকে সার্বিক অবস্থা অবহিত করতে হবে। প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ছাড়া নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। 

প্রবেশনকালীন সময়ে তাকে একাত্তরের যীশু, নদীর নাম মধুমতি, হুলিয়া, প্রত্যাবর্তন, পতাকা, আগামী, একজন মুক্তিযোদ্ধা, ধুসর, আমরা তোমাদের ভুলবোনা, শরৎ একাত্তর চলচ্চিত্র দেখতে হবে। একই সাথে তাকে ১০টি বৃক্ষ রোপণ করতে হবে।

যুগ্ম দায়রা জজ ২য় আদালতের এপিপি লতিফা ইয়াসমিন বলেন, মামলায় আটকের পর আদালত থেকে জামিন নিয়ে আলমগীর হাজিরা কামাই দেননি। এ মামলা ছাড়া তার আর কোনো মামলাও নেই। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আসামির সার্বিক বিষয় বিবেচনা করে হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুযায়ী পুনর্বাসনের জন্যে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, গত একসপ্তাহে আরও চারটি মামলায় এমন ব্যতিক্রমী রায় ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেন, যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস যশোরে যোগদানের পর থেকে আসামি পুনর্বাসনের জন্যে একের পর এক ব্যতিক্রমী রায় ঘোষণা করে যাচ্ছেন। আসামিদের পুনর্বাসনের জন্যে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, ২০০৮ সালে ১৯ জুন রাত সাড়ে সাতটায় যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া থেকে নয় বোতল ফেনসিডিলসহ আলমগীরকে আটক করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে এ ঘটনায় মামলা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি