গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
প্রকাশিত : ১৩:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২১
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ গার্মেন্টস কর্মকর্তা-কর্মচারীদের। ছবি: একুশে টেলিভিশন
গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে কারখানার গেইটে এসে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
জানা যায়, কারখানার কর্মকর্তা-কর্মচারীদের পাওনাদি পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা করলেও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয় কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টার দিকে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়কের অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পর ফের কারখানা গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শ্রমিকরা।
এএইচ/
আরও পড়ুন