ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বাঘের আক্রমণের শিকার হয়ে লোকালয়ে হরিণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৪:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২১

আহত হরিণটিকে চিকিৎসা দিচ্ছে বনবিভাগের কর্মীরা। ছবি: একুশে টেলিভিশন

আহত হরিণটিকে চিকিৎসা দিচ্ছে বনবিভাগের কর্মীরা। ছবি: একুশে টেলিভিশন

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ রক্ষায় জনবসতি এলাকায় চলে এসেছে একটি মায়াবী হরিণ। আহত হরিণটিকে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে বন সংলগ্ন ঘাগরামারী জনবসতী এলাকায় ঢুকে পড়ে আহত হরিণটি। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে বন বিভাগ। 

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বাঘের আক্রমণের শিকার হয়েছিল হরিণটি। বাঘের কামড়ের কারণে হরিণটির গলায় ক্ষত সৃষ্টি হয়ে তাতে পঁচন ধরেছিলো। 

পরে হরিণটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় করমজল প্রজনণ কেন্দ্রে। চিকিৎসা শেষে আজ দুপুরেই হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি