ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টিকা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২১

করোনার টিকা নিতে গিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহর হাসপাতাল গেটের সামনে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের  নাম সুন্দরী বেগম(৬৫)। তিনি উপজেলার রায়পুর গ্রামডাঙ্গির গ্রামের আমীর হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সকালে কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। হাসপাতাল গেটের সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক্টরের ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে আহত ও জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, আহত ও অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

থানার ওসি এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে যাওয়ায় ট্রাক্টরটিকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তারা নিয়ে গেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি