ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলেন মুক্তিযোদ্ধা মফিজ উল্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ১৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২১

মুক্তিযোদ্ধা মফিজ উল্যার কাছে ঘরের নকশা প্রদান করছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান

মুক্তিযোদ্ধা মফিজ উল্যার কাছে ঘরের নকশা প্রদান করছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাকা ঘরের নকশা হস্তান্তর করা হয়েছে। এ সময় চিকিৎসার জন্য তাকে ২৫ হাজার টাকা দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে দত্তপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাড়িতে গিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যন মো. শাহজাহান এ নকশা প্রদান করেন। আগামী দুই একদিনের মধ্যে ঘরের কাজ শুরু হবে। এ ছাড়া মফিজ উল্যার বাড়ির সামনের সড়কটিও সংস্কারের কথা জানানো হয়।  

মুক্তিযোদ্ধা মফিজ উল্ল্যা জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করে আসছেন। তিনবারের ইউপি চেয়ারম্যান ছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের দুই মেয়াদের সভাপতিও ছিলেন।

চেয়ারম্যান থাকাকালীন মফিজ উল্যার সততার ঘটনাগুলো আজও মানুষের মুখে মুখে রয়েছে। তিনবার চেয়ারম্যান হয়ে তিনি জনগণের কল্যাণে কাজ করেছেন, অর্থ-সম্পদের দিকে নিজের কোন লোভ ছিল না। এখন তার ৭৮ বছর বয়স। জীবনের শেষ প্রান্তে এসে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। 

জরাজীর্ণ একটি ঘরে তিনি বসবাস করছেন। তার ৩ ছেলে ও ৪ মেয়ে। সন্তানদের আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। স্ত্রীকে নিয়ে মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে কোনরকম দিনাতিপাত করছেন তিনি। বৃদ্ধ বয়সের নানা রোগে আক্রান্ত হলেও প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য এখন নেই তার। এতে তিনি প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখলে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর লেখা খোলা চিঠিটি লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের নজরে পড়ে। পরে তাকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেন তিনি।

মফিজ উল্যা বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের দায়িত্বে থাকাকালীন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করেছি। নিজের জন্য অট্টালিকা কিংবা সম্পদ গড়ার চিন্তাভাবনা কখনোই আমার মাঝে কাজ করেনি। জীবনের শেষ প্রান্তে এসে আমি অসহায় হয়ে পড়েছি। বঙ্গবন্ধুর কন্যার প্রতি আমি কৃতজ্ঞ। 

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, মফিজ উল্যা একজন সৎ মানুষের উদাহরণ। দীর্ঘদিনের জনপ্রতিনিধি হয়েও তিনি এখন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। এটি খুবই বেদনাদায়ক। যতদিন বাঁচেন, ততদিন যেন একটি ভালো ঘরে থাকতে পারেন, এজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে একটি ঘর দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উল্যা মনা, মো. নুরুজ্জামান, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপন ও আবদুল ওয়াহেদ মানিক প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি