ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২১

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেললাইনের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। 

আখাউড়া রেলওয়ে থানার (ওসি) মাজহারুল করিম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেললাইনের পাশ থেকে নাঈমের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি