ঠাকুরগাঁওয়ে নাগর নদী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৯:০০, ১৪ সেপ্টেম্বর ২০২১
ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নাগর নদী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কাঠালডাঙ্গী বিজিবি কোম্পানী সদর বিওপি-৩৭০ নম্বর পিলার এলাকা হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও আট ঘরিয়া এলাকার মৃত বুদু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (৩৫)।
পুলিশ জানায়, ওই দুই নারী গরুর জন্য ঘাশ কাটার উদ্দেশ্যে সীমান্তবর্তী নাগর নদী সাঁতরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে। নদীর পানি বেশি থাকায় এবং স্রোতের টানে তারা এক পর্যায়ে ডুবে যায়। কিছুক্ষণ পর এলাকার লোকজন নদীর এক তীরে মাজেদার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে আধা কিলোমিটার দূরে রুবিনার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব সীমান্তবর্তী নদীর তীর থেকে দুই নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আরকে//
আরও পড়ুন