ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন কৃষি কর্মকর্তা সুইটি

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কারে ভুষিত হয়েছেন।

সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে জেলার ৭ উপজেলার সকল কৃষি কর্মকর্তার কর্মকাণ্ড যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী। এদিকে নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি এ পুরস্কারে ভুষিত হলে তাকে অভিন্দন জানান, উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা জানান, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা পরিশ্রম ও ধৈর্য্যশীল একজন মানুষ। তার কর্ম দক্ষতায় শ্রীমঙ্গল উপজেলায় কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন সম্ভব হয়েছে।

শ্রীমঙ্গল লালতীর সীড এর আঞ্চলিক ব্যবস্থাপক তাপস চক্রবর্তী বলেন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা একজন হাসি-খুশি মানুষ। কিন্তু যখনই কোন কৃষকের সমস্যা হয় কিংবা ফসলের ক্ষতি হয় তখন তিনি বিচলিত হয়ে পড়েন সে সমস্যা সমাধানে। নিজের মেধা ও মননে তার সহকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার কৃষি বিভাগকে, ধান-চালে, শাক-সবজীতে এবং ফলে সমৃদ্ধ করেছেন।

এ ব্যাপারে নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, এ পুরস্কার তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি