নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত : ০০:২২, ১৫ সেপ্টেম্বর ২০২১
নোয়াখালীর সুবর্ণচর ও দ্বীপ উপজেলা হাতিয়ার পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে ফাহিমুল ইসলাম ফারাবী (৪) ও হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজপুর গ্রামের মেহরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হাসান (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৩নং ওয়ার্ডের নিজামের বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুকুর থেকে লাশটি উদ্ধার করে তার ফারাবীর বলে শনাক্ত করে পরিবারের লোকজন। তাদের ধারণা সকালের কোন এক সময় তাদের অজান্তে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায় সে।
অপরদিকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় হাসান। বিকেল ওই বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল সে। পরবর্তীতে সন্ধ্যা পর্যন্ত তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে হাসানের বড়ভাই রিফাত ঘরের সামনের পুকুরের মধ্যে হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় পৃথক থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়।
কেআই//
আরও পড়ুন