ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১

চার বছর মেয়াদ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তিন বছরে নামিয়ে আনার ঘোষণা বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ সময় তারা স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ নানা দাবি জানান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এক সময় ডিপ্লোমা ছিল তিন বছর, সেটাকে বর্তমান সভাপতি আন্তর্জাতিক মান দেয়ার জন্য চার বছর করেন। কিন্তু শিক্ষামন্ত্রী পুনরায় এটিকে তিন বছরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যা অযৌক্তিক।

এ সময়ে ক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ। 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবী দ্রুত মানা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি