ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আশুগঞ্জে প্রাইভেটকারে মিলল ইয়াবা, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে প্রাইভেটকারে তল্লাশীকালে ৩৫ কেজি গাঁজা ও ৪৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ তাদের আটক করেন র‌্যাব সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া, মৃত আবুল হাসেমের ছেলে আল-আমিন ও
মৃত হারুন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া। বুধবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো
হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত মাদক
ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে
বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামীরা তা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮
মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি